২০২১ সালের আইপিএলের (IPL) পর কেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challenger's Bangalore) অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন, তা খোলসা করলেন বিরাট কোহলি (Virat Kohli)।
আরসিবি (RCB) সম্বন্ধে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক (Team India) স্পষ্টভাবে জানান, তাঁর কিছু ফাঁকা সময়ের প্রয়োজন ছিল নিজের জন্য। সমস্ত কাজ ঠিকভাবে সামলানোর জন্যও দরকার ছিল সময়। এই সব কারণেই তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: গ্রুপ সি নিয়োগে দুর্নীতি তদন্তে অনুসন্ধান কমিটি গঠন আদালতের
কোহলি (Virat Kohli) আরও জানান, 'আমি এই ব্যাপারটা নিয়ে ভেবে আরও একটা বছরের জন্য দীর্ঘায়িত করতে চাইনি। তাতে আমার কোনও উপকার হত বলেও মনে করি না। আমার নিজের জীবন এবং ক্রিকেট আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ'।
প্রসঙ্গত, বিরাট কোহলির (Virat Kohli) পদত্যাগের পর এখনও তাদের ফ্র্যাঞ্চাইজির নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি আরসিবি (RCB)।