আইপিএলের ম্যাচের পর সবার আগে বাসে ওঠেন বিরাট কোহলি। কিন্তু কেন? এই বিষয়ে এবার মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যামেরন গ্রিন। সম্প্রতি গ্রিনকে জিজ্ঞেস করা হয়, কোন ক্রিকেটার সবার আগে টিম বাসে ওঠেন?
এই প্রশের উত্তরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বলেন, বিরাট কোহলি আগে বাসে ওঠে। কারণ বিরাটকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাঁর অনুরাগীরা। বিরাটকে দেখে সকলে চিৎকার করেন। ফলে ও আগে বাসে উঠে গেলে সকলে শান্ত হয়ে যান। সেই কারণেই দলই বিরাটকে আগে বাসে ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাকিদের আর বাসে উঠতে কোনও সমস্যা হয় না।
আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপের সহ অধিনায়ক হার্দিক, বোর্ডের সিদ্ধান্তে অবাক লক্ষ্মীরতন শুক্লা