Virat Kohli: ৫০০-তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন বিরাট, শতরানের সংখ্যার নিরিখেও তালিকায় দ্বিতীয় স্থানে

Updated : Jul 20, 2023 17:15
|
Editorji News Desk

তাঁর খেলোয়াড় জীবনের এক বড় মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টই হতে চলেছে তাঁর (Virat Kohli) জীবনের ৫০০-তম আন্তর্জাতিক ম্যাচ। এই ক্লাবে তাঁর আগের ভারতীয় সদস্যদের মধ্যে নাম রয়েছে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni)। ঘটনাচক্রে, এই দুজনকেই বিরাট কোহলি তাঁর নিজের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। 

যদিও, এই ক্লাবের চতুর্থ ভারতীয় সদস্য হিসেবে নাম লেকাতে চলেছেন বিরাট কোহলি। সচিন এবং ধোনি ছাড়াও ভারতের হয়ে ৫০০-টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে রাহুল দ্রাবিড়েরও (Rahul Dravid)।

বিরাটের শতরানের সংখ্যা 

ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যার নিরিখে রিকি পন্টিং-কে ছাপিয়ে গেছেন বিরাট। পন্টিং-এর ৭১টি শতরানকে টপকে বিরাট এখন ৭৫-এ। সামনে শুধু সচিন তেন্ডুলকর।

আরও পড়ুন: ত্রিনিদাদে শততম টেস্টে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, ৫০০-তম আন্তর্জাতিক ম্যাচ বিরাটের

উল্লেখ্য, ত্রিনিদাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। শুরু হওয়ার আগেই এই টেস্ট (India vs West Indies) নিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ক্রিকেট ঐতিহাসিকদের কাছেও এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। ত্রিনিদাদের এই টেস্টই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্ট হতে চলেছে।

Virat Kohli

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?