মেসি, এমব্যাপে, নেইমারদের বিরুদ্ধে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাঁর এই দুর্দান্ত পারফর্মের পরেই রোনাল্ডো সমালোচকদের একহাত নিলেন বিরাট কোহলি।
কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে দীর্ঘ পোস্ট করেছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। জানিয়েছিলেন, সমালোচকরা যতই দাবি করুক রোনাল্ডো ফুরিয়ে গিয়েছে, তাঁর চোখে০ সিআর৭ আজও সেরা।
এরপর বৃহস্পতিবার রিয়াধে মেসির প্যারিস সাঁ জাঁর বিরুদ্ধে মাঠে নামেন রোনাল্ডো। সবাই ভেবেছিলেন একপেশে ম্যাচ হবে। কিন্তু সেই ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো। আর এর পরেই ফের সোশ্যাল মিডিয়ায় সরব হন কোহলি।
আরও পড়ুন- মেসি-রোনাল্ডোর দ্বৈরথে জিতল পিএসজি, জোড়া গোল ক্রিশ্চিয়ানোর
রোনাল্ডোর ছবি পোস্ট করে লেখেন, '৩৮ বছরেও নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন রোনাল্ডো। আর যে ফুটবল বিশেষজ্ঞরা নজর কাড়তে প্রতি সপ্তাহে বসে বসে সমালোচনা করেন, তাঁরা একেবারে চুপ করে গিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে এমন দুর্দান্ত পারফর্ম করেই সকলের মুখ বন্ধ করে দিয়েছেন রোনাল্ডো। আর অনেকে দাবি করেছিল তিনি নাকি শেষ হয়ে গিয়েছেন।'