কয়েক দিন ধরেই চর্চার শিরোমণি হয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টিভি ইন্টারভিউতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং কোচ এরিক টেন হ্যাগকে কার্যত তুলোধোনা করেছিলেন পর্তুগিজ ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেড এবং কোচের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্যের জেরে বিশ্বকাপের সময়ই ক্লাব থেকে বাতিল করা হয় রোনাল্ডোকে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসেনের সমর্থন পেলেন রোনাল্ডো, আর রোনাল্ডোকে নিয়ে করা পিটারসেনের মন্তব্যে ‘লাইক’ ঠুকে সমর্থন জানান বিরাট কোহলিও।
আরও পড়ুন : থমথমে পরিস্থিতি আর্জেন্টিনা শিবিরে, একসঙ্গে হল না নৈশভোজ, কথাবার্তাও হাতে গোনা
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে পিটারসেন বলেন, “রোনাল্ডো যা বলেছে সেটা সত্যি কি না জানি না। কিন্তু ওর পরিবারে যা ঘটেছিল ক্লাব তা না মানলে, সেটা ক্ষমার অযোগ্য।” এই সাক্ষাৎকারের অংশ নেটমাধ্যমে পোস্ট করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, আর তাঁর মন্তব্যকেই লাইক দিয়ে সমর্থন জানান বিরাট কোহলি।
প্রসঙ্গত, রোনাল্ডো অভিযোগ করেছিলেন , তিনি প্রতারিত অনুভব করছেন, তাঁর ক্লাবে থাকা অনেকেই চান না। এরপর পিটারসেনের মন্তব্যের পর আগুনে আরও খানিক ঘি পড়ে, এবং রোনাল্ডোকে বাদ দেওয়া হয় ক্লাব থেকে।