টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলিকে 'স্পেশাল মেসেজ' দিয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। ইন্সটাগ্রামে অনুষ্কাকে ভালোবাসা জানালেন বিরাটও৷ লিখলেন, অনুষ্কা না থাকলে এত প্রাপ্তি সম্ভবই হত না।
স্ত্রীয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না তুমি না থাকলে। তুমি আমাকে মাটির কাছাকাছি থাকতে সাহায্য করো৷ তোমার জন্যই আমি নম্র হয়ে থাকতে পারি। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় জানাও। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।'
সদ্য দ্বিতীয় সন্তানের অভিভাবক হয়েছেন বিরুষ্কা। আইপিএল চলাকালীন অনুষ্কাকে দেখা গেলেও টি ২০-এর ফাইনালে বার্বাডোজে দেখা যায়নি অনুষ্কাকে।
ভারত বিশ্বকাপ জেতার পর আবেগাপ্লুত পোস্ট করেছিলেন অনুষ্কা। জাতীয় পতাকা হাতে বিরাটের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'এই মানুষটিকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব। এ বার এক গ্লাস জল নিয়ে উৎসব করো।'