২০০৮ সালে পুরুষদের আইপিএল শুরু হওয়ার পর থেকে গত ১৬ বছর ধরে যে ট্রফির জন্য অপেক্ষা ছিল আরসিবি ফ্যানদের, তা অবশেষে এল। মহিলাদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল আরসিবি। ৮ উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের পর স্বভাবতই উচ্ছ্বাসে ভেসে যান স্মৃতি মান্ধানারা। সেই উচ্ছ্বাসের উৎসবে সামিল হলেন বিরাট কোহলিও! স্মৃতি মান্ধানাকে শুভেচ্ছা জানালেন ভিডিয়ো কল করে।
জানা গিয়েছে, শুধু শুভেচ্ছা বিনিময়ই নয়। তার সঙ্গেই স্মৃতিকে রীতিমতো 'পেপ টক'-ও দিয়েছেন 'কিং কোহলি'।
উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছেন বিরাট কোহলিরা। আরসিবি-র প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তার আগে বেঙ্গালুরুতে পার্টি চলবে উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার।
কিং কোহলি যেমন ভিডিয়ো কলে স্মৃতির সঙ্গে কথা বলেছেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন আরসিবির অন্যান্য তারকারাও। আরসিবির প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল শুভেচ্ছা জানিয়েছেন স্মৃতিদের। আরসিবির বর্তমান তারকা গ্লেন ম্যাক্সওয়েলও সোশ্যাল মিডিয়ায় চ্য়াম্পিয়নদের ছবি রিপোস্ট করেছেন।