বিরাট কোহলি তো শুধু একজন ক্রিকেটারই নন। তিনি কোটি কোটি ভারতবাসীর কাছে আবেগের আরেক নামও বটে। তাঁকে এক ঝলক দেখার জন্য প্রাণপাত করে দেন অজস্র ক্রীড়ামোদী। তেমনই একটি ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে। ইন্দোরে আফগানিস্তানের সঙ্গে দ্বিতীয় টি২০ চলাকালীন। নিরাপত্তারক্ষীদের এড়িয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন তাঁর এক ভক্ত।
সেই ভক্তকেই এবার মালা দিয়ে অভিবাদন জানানো হল ইন্দোরে!
বিরাট কোহলিকে জড়িয়ে ধরার পরই তাঁকে প্রথমে সরিয়ে নিয়ে যাওয়া হয় মাঠ থেকে। তারপর গ্রেফতার করে পুলিশ। পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরার পর তাঁকে বিশাল মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এই ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।