২২ গজে তিনি কিং, কিন্তু এ বাদেও তাঁর একটা দারুন পরিচয় রয়েছে। তিনি একজন আদ্যোপান্ত ফ্যামিলি ম্যানও বটে। কথা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। বহুপ্রতীক্ষিত T20 বিশ্বকাপের ট্রফি জিতেই, অনুষ্কাকে ভিডিয়ো কল করে বাচ্চাদের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। সেই ছবি মন কেড়েছিল সকলের।
এদিকে ট্রফি জিতেই ঝড়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। ঘূর্ণিঝড় বেরিলের কারণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে ছিল মেন ইন ব্লু। তাঁদের ফেরাতে, বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া। ওই বিমানে শুধু ক্রিকেটারেরা নন, তাঁদের পরিবার এবং ভারতীয় দলের বাকি সদস্যরাও ফিরবেন । কিন্তু অন্যান্যবার গ্যালারিতে স্বয়ং অনুষ্কা থাকলেও, এই সফরে বিরাট একাই। বার্বাডোজ ছাড়ার আগে সমুদ্রপাড়ের ঝড়ের দৃশ্য কাউকে একটা দেখাচ্ছেন বিরাট, এমন ছবি সামনে এসেছে। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন হাতে ভিডিয়ো কলে বিরাট, নেটিজেনরা ধরেই নিয়েছেন ফোনের ওপারে নিশ্চিত অনুষ্কা।