কে এল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) তাদের প্রথম আইপিএলেই (IPL 2022) প্লে-অফে পৌঁছনোর থেকে ঠিক আর একটা ধাপ পিছিয়ে। ১২'টি ম্যাচের মধ্যে ৮'টিতে জয়লাভ করে ১৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে চলে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর মাত্র দুটি ম্যাচ বাকি। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মধ্যে ম্যাচটি তার মধ্যে একটি।
রাজস্থান রয়্যালসের সঙ্গে রবিবারের ম্যাচের আগে লখনউ দল তাদের ট্রেনিং সেশনে (LSG training session) অনুশীলন করল। যদিও, এই ট্রেনিং সেশন সকলের জন্য বাধ্যতামূলক ছিল না। সেটা সেশনের চেহারা দেখেও কিছুটা মালুম হচ্ছিল। সবাই ছিলেন বেশ ফুরফুরে মেজাজে।
আরও পড়ুন: রবিবার মুখোমুখি হচ্ছে রাজস্থান ও লখনউ, প্লে-অফের স্থান নিয়ে লড়াই ব্রেবোর্নে
অঙ্কিত রাজপুত ও মনন ভোরাকে দেখা গেল নিজেদের মধ্যে খুনসুটি করতে। লখনউয়ের এই দুই ক্রিকেটার বায়ো-বাবলের সময় কাটানো নিয়ে তাঁদের মতামত শেয়ার করলেন। একে অপরের 'গোপন কথা' ফাঁস করে মজায় মাতলেন।
বায়ো-বাবলের (Bio-bubble) রুটিন নিয়ে জিজ্ঞাসা করা হলে ভোরা জানান, তিনি ওই সময়টা তাঁর পরিবারকে খুব মিস করেছেন। বায়ো-বাবলে রুটিন মেন্টেন করাও যে বেশ কঠিন, সেই কথাও শোনা গেল তাঁর মুখে।
প্রসঙ্গত, লখনউ তাদের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে ৬২ রানে হেরে গিয়েছিল।
ডিসক্লেমার: এডিটরজি আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ