আজ, বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন প্রাক্তন আইএএস ডঃ সিভি আনন্দ বোস । ১০টা ৪৫ নাগাদ রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে । তাঁকে শপথবাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। মঙ্গলবারই কলকাতায় পা দিয়েছেন আনন্দ বোস । শপথগ্রহণের আগে এদিন, সন্ধ্যায় কালীঘাটে গিয়ে মায়ের দর্শনও করেন । বেশ কিছুক্ষণ সময় কাটান সেখানে ।
জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কালীঘাটে আসেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস । প্রথমে কালীঘাট প্রসাদের দোকানগুলির সামনে দেখা যায় তাঁকে । তারপর মায়ের পুজো দেন । মায়ের পুজো দেওয়া পর গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন । পুরোহিতদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান,মন্দিরের ইতিহাস নিয়ে কথা বলেন । বেশ কিছুক্ষণ ছিলেন কালীঘাট মন্দিরে । তবে মায়ের আরতির আগেই সেখান থেকে বেরিয়ে যান রাজ্যপাল ।
উল্লেখ্য, জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankar) পর বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে (Bengal Governor) দায়িত্ব সামলাচ্ছিলেন লা গনেশন । জগদীপ ধনকড়ের মেয়াদ উত্তীর্ণের প্রায় ৫ মাস পর পঞ্চায়েত ভোটের আগেই নতুন রাজ্যপাল পেল বাংলা। সম্প্রতি স্থায়ী রাজ্যপাল হিসাবে প্রাক্তন আইএএস ডঃ সিভি আনন্দ বোসের নাম ঘোষণা হয়েছে । নরেন্দ্র মোদীর ম্যান অফ আইডিয়া হিসেবে পরিচিত ড. সিভি আনন্দ বোস। তাঁর ভাবনায় কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তৈরি করেছে। দেশে সবার জন্য পাকা বাড়ির ভাবনাও তাঁর মস্তিষ্কপ্রসূত। ড. সিভি আনন্দ বোস অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তাঁর জন্ম কেরালার কোট্টায়ামে। জওহরলাল নেহরু ফেলোশিপ, রাষ্ট্রসঙ্ঘের গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, সিঙ্গাপুর সরকারের পুরস্কার আছে তাঁর ঝুলিতে। ইংরেজি, মালায়ালাম ও হিন্দিতে মোট ৩২টি বইও লিখেছেন তিনি।