ক্রিকেট দুনিয়ায় বিরাট কোহলী (Virat Kholi) ও রোহিত শর্মা (Rohit Sharma) যে শুধু ব্যাটার, তা নন, তাঁরা তারকাও বটে। দু’জনের রয়েছে একাধিক রেকর্ড। ২০১৩ সালে রোহিত ওপেনার হিসাবে খেলতে শুরু করেন। মাঝেমধ্যেই চর্চা হয় বিরাট ও রোহিতের সম্পর্ক নিয়ে। অনেকেই মনে করেন তাঁদের মধ্যে ‘লড়াই’ চলে। বাস্তবে বিরাট এবং রোহিতের মধ্যে সম্পর্ক কেমন, সেটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল।
ধুমলের দাবি, সমর্থকরা বিরাট এবং রোহিতের মধ্যে যে ‘লড়াই’- এর কথা বলে থাকেন, তা তাদের মনগড়া। বাস্তবে দুই ক্রিকেটারের ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারের প্রতি এতটাই অনুরক্ত যে তাঁরা একে অন্যের হিরোর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে যান।
Partha-Arpita Case: 'যা স্টেটমেন্ট দেওয়ার ইডিকেই দিয়েছি', হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা
ধুমল বলেন, “আমরা কখনও রোহিত, বিরাটকে নিয়ে আলাদা করে ভাবিনি। সমর্থকদের আবেগের কারণে ওদের দু’জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই কারণেই ওদের লড়াইয়ের কথা নিয়ে গল্প ছড়ায়। নেটমাধ্যমে তো যে যা খুশি বলতে পারে। কোনও বাধা নেই। যদিও এই একই জিনিস দেখা যেত সুনীল গাওস্কর এবং কপিল দেবের সময়। পরে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও একই ঘটনা ঘটে। নেটমাধ্যমে যে কোনও ঘটনা ফুলেফেঁপে বিরাট আকার নেয়।”
উল্লেখ্য, বিরাট এবং রোহিত একসঙ্গে এখনও পর্যন্ত ৮২টি ইনিংস খেলেছেন। তাঁদের সংগ্রহ ৪৯১৪ রান। গড় ৬৩.৮১। এর মধ্যে রয়েছে ১৫টি অর্ধশতরানের জুটি, ১৮টি শতরানের জুটি এবং পাঁচটি দ্বিশতরানের জুটি।