ইডেনে কলকাতার খেলা মানেই বেগুনি স্রোত বয়ে যায় গ্যালারি জুড়ে। বাংলায় যখন, ফুঁসছে রেমাল, তখনই ১০ বছর পর চেন্নাইয়ের চিপকে ফাইনাল খেলতে যাচ্ছে কলকাতা। টান টান উত্তেজনা শহরবাসীর বুকে। ২০১৪ এর পর থেকে, ভাল খেলেও আইপিএল জয় অধরাই থেকে গিয়েছে নাইটদের। এবার হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ফাইনালে মাঠে নামছে কলকাতা। রূপকথার অপেক্ষায় প্রহর গুনছে নাইট ভক্তরা। তবে আফসোস একটাই, এবার কলকাতার দলে খেলছেন না কোনও বাঙালি প্লেয়ার। তবুও নাইটদের খেলা হলেই গ্যালারিতে দেখা যায় এক ঝাঁক টলি তারাদের।
এবার কলকাতার জন্য কী বলছেন? টলি সেলবরা?
অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় জানিয়েছেন ক্রিকেট নিয়ে কমই খবরা-খবর রাখা হয় তাঁর। দেবলীনার সঙ্গে ইডেনে ম্যাচ দেখতে যাওয়ার অভিজ্ঞতা দারুণ। শুধু শাহরুখ নয়, কেকেআরের সঙ্গে কলকাতা জুড়ে রয়েছে৷ তাই ফাইনালে কলকাতার হয়েই গলা ফাটাবেন তিনি।
অভিনেতা নীল ভট্টাচার্য তো কলকাতার জয় নিয়ে একপ্রকার নিশ্চিতই। জানালেন, তিনি নাইট রাইডার্সের অন্ধ ভক্ত। চেন্নাইয়ে গিয়ে খেলা দেখারও ইচ্ছে ছিল তাঁর। নীলের কথায়, গৌতম গম্ভীরের মতো 'গুরু' থাকলে চিন্তা কোথায়?
মিমি বলছেন 'করব লড়ব জিতব রে'। টিম কলকাতার জন্য একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে, মিমি বলেছেন বেগুনি জার্সির ঝড় আবার উঠবে।
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় নাকি এখন থেকেই রীতিমতো জয়ের গন্ধ পাচ্ছেন। রাহুলের ভরসাও সেই গম্ভীরেই। রাহুল জানান, গম্ভীরের একটা ‘মিডাস টাচ’ আছে।
অভিনেত্রী সৌরসেনী মৈত্র জানান, তাঁর কাছে আবেগের অপর নাম শাহরুখ এবং কেকেআর। হায়দরাবাদকে একেবারে হেলাফেলা করারও পক্ষপাতী নন তিনি। বাঙালি হিসেবে চান কাপ ঘরে আসুক, সঙ্গে তিনি চান আরও বাঙালি প্লেয়াররা সুযোগ পান কলকাতার টিমে।