মুখোমুখি হতে চলেছেন লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo vs Lionel Messi)। বৃহস্পতিবার প্যারিস সঁ জরমঁ (PSG)-র বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং আল নাসের ক্লাবের এগারো জন খেলোয়াড়।
এই ম্যাচেই ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন মেসি-রোনাল্ডোর দ্বৈরথ। বৃহস্পতিবার প্রায় আড়াই বছর মুখোমুখি হতে চলেছেন ফুটবলের এই দুই মহাতারকা। রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হবে।
কখন শুরু হবে এই ম্যাচ?
১৯ জানুয়ারি, বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে এই ম্যাচ শুরু হবে।
আরও পড়ুন - বাংলাদেশে খেলবে আর্জেন্টিনা ? অপেক্ষা লিওনেল মেসির সম্মতির
কোথায় দেখা যাবে এই ম্যাচ?
ভারতের কোনও টেলিভিশন চ্যানেলে এই ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে না। ভারতে সরাসরি এই ম্যাচ দেখা যাবে পিএসজি টিভি, পিএসজি-র ফেসবুক পেজ, পিএসজি-র ইউটিউব চ্যানেল এবং ওয়ানফুটবল অ্যাপে।