Euro cup 2024 Lamine Yamal: সেলিব্রেশনে ৩০৪ ইঙ্গিত, কে লামিন ইয়ামেল? জানুন

Updated : Jul 13, 2024 22:26
|
Editorji News Desk

সোমবার রাতেই ইউরোকাপ ফাইনাল। যেখানে মুখোমুখি হবে স্পেন এবং ইংল্যান্ড। ওই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যে চরমে। কিন্তু যাঁকে নিয়ে ওই ম্যাচ ঘিরে সবথেকে বেশি চর্চায় তিনি হলেন লামিন ইয়ামেল। মাত্র ১৭ বছর বয়সী এই স্পেনীয় ফুটবলার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

 কাতালুনিয়ার মাতোয়া শহরের রোকাফোন্ডা নামক একটি জায়গায় বেড়ে ওঠেন লামিন ইয়ামাল। ওই জায়গাটি বার্সালোনা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। স্পেনের অন্য এলাকার তুলনায় ওই জায়গাটি কম উন্নত। ছোটো থেকেই প্রতিবেশীদের সঙ্গে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলতেন তিনি।  

এদিকে স্পেনের একটি শহর হলেও রোকাফোন্ডাতে বিভিন্ন বিদেশি ফুটবল দলের সমর্থক রয়েছেন। যার ফলে ওই এলাকার রাস্তাগুলিতেও বিভিন্ন দলের পতাকা ও জার্সিতে সেজে ওঠে। আর সেইরকম একটি জায়গা থেকে বেড়ে উঠেছেন লামিন ইয়ামাল। 

তবে কী কারণে ইয়ামেল জনপ্রিয়? 
ইয়ামেলের খেলা তো রয়েছেই তার সঙ্গে রয়েছে তাঁর সিগনেচার সেলিব্রেশন স্টাইল। অনেকেই হয়তো লক্ষ্য করেননি। গোল করার পর লামিন ইয়ামাল আঙুল দিয়ে ৩০৪ সাইন দেখান। বার্সালোনার হয়ে যতগুলি ম্যাচ খেলছে সেখানে এইভাবে তাঁকে উদযাপন করেছেন। শুধু তাই নয়, স্পেনের হয়ে ইউরোতে গোল করার পরেও তাঁকে এই অবস্থায় দেখা গিয়েছে। কিন্তু এই সাইনে কী বোঝাতে চান ইয়ামাল?
 
রোকাফোন্ডার পোস্টাল কোড ০৮৩০৪। ইয়ামাল ওই কোডের শেষ তিনটি কোডকে ইঙ্গিত করেন। নিজের জন্মস্থানকে তুলে ধরেন তিনি। 

ইউরো কাপ ফাইনালের ঠিক আগের দিন অর্থাৎ আজ ইয়ামালের জন্মদিন। ১৭ বছর পূর্ণ করতে চলেছেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় একটি বারে গিয়েছিলেন তিনি। বাবার সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। সেখানে তিনি বলেন, "আমি গর্বিত, আনন্দিত। আমি যা হতে পেরেছি তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাই।"

EURO 2024

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!