শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আর্ন্তজাতিক ম্যাচের সিরিজে খেলবেন না বিরাট কোহলি এবং রোহিত শর্মা। একটানা ক্রিকেট খেলে ক্লান্ত দুই মহাতারকাকে বিশ্রাম দিতে চায় বিসিসিআই৷ হার্দিক পাণ্ড্য বা কেএল রাহুল ওই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন।
গত তিন মাস টানা ক্রিকেট খেলছে কোহলি ও রোহিত। বিশেষত রোহিত প্রায় ৬ মাস কোনও বিশ্রাম পাননি৷ তাঁর বয়সও এখন ৩৭। দক্ষিণ আফ্রিকা সিরিজ, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়, আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা খেলেছেন। ফলে তাঁর বিশ্রাম দরকার।
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, আগামী কয়েক মাসে রোহিত ও কোহলি টেস্টের দিকেই পুরোপুরি নজর দেবেন। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভারত ১০টি টেস্ট খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে এক দিনের ম্যাচ খেলবেন দুজনে। সেটিই প্রস্তুতির জন্য যথেষ্ট।