২০২৩ সালেই বহুপ্রতীক্ষিত মহিলাদের আইপিএল (Women's IPL) শুরু করার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই (BCCI)। শুক্রবার এই কথা জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আইপিএল উদ্বোধনী পর্বে পাঁচ থেকে ছ'টি দল খেলবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
আরও জানান: শনিবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, প্রতি লিটারে ৮০ পয়সা
সূত্রের খবর, পুরুষদের আইপিএলের অন্তত চারটি দল মহিলাদের আইপিএলেও (Women's IPL) লগ্নি করার আগ্রহ দেখিয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তারা প্রাথমিকভাবে প্রস্তাবও দিয়েছে বিসিসিআইকে।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে সৌরভ জানান, "আগামী বছরই আমরা এই টুর্নামেন্ট শুরু করতে পারব বলে আশা করছি"।