মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল স্পেন। কিন্তু জয়ের পরেই নয়া বিতর্ক, বিতর্কের কেন্দ্রে চুম্বন। বিশ্বজয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোর (Jenni Hermoso) ঠোঁটে চুম্বন করেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস।
সেই চুম্বন দৃশ্য স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ইন্সটা লাইভে নাকি জেনি হারমোসো নিজেই জানিয়েছেন, ঘটনাটি তাঁর নিজেরও ভাল লাগেনি।
স্প্যানিশ ফেডারেশনের মুখপাত্র অবশ্য চুম্বনের ঘটনাকে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বতঃস্ফূর্ত উদযাপন বলেই ব্যাখ্যা করেছেন।
হারমোসোও অবশ্য তাঁর ও রুবিয়ালেসের মধ্যে দারুণ সম্পর্কের কথা পরে স্বীকার করেন।