বিশ্বকাপের সমস্ত ম্যাচে ধারাবাহিক জয় ধরে রেখে ফাইনালে ভারত। সেমিফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল শক্তিশালী নিউজিল্যান্ড, তাঁদের হারানো মুখের কথা নয়। সেই কাজটাও প্রায় অনায়াসেই করল ভারত।
মূলত যে পাঁচ কারণে কিউই বধে সক্ষম হয়েছে রোহিত ব্রিগেড, চোখ বুলিয়ে নেওয়া যাক তার দিকে,
ওয়াংখেড়েতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত অবশ্যই দারুণ ভাবে কাজে এল টিম ইন্ডিয়ার।
Mohammad Shami: একার হাতে নিউজিল্যান্ডকে ভাঙলেন শামি, টিভিতে কি চোখ ছিল 'বিচ্ছিন্না' স্ত্রী হাসিনের?
রোহিত-শুভমন জুটিও দারুণ সাহায্য করল ভারতের জয়ে।
রেকর্ড গড়া ছাড়াও বিরাটের ১১৩ এবং শ্রেয়সের ১১৭ রান নিঃসন্দেহে কিউইদের টার্গেট আরও কঠিন করে তুলেছিল।
বুধবারের ম্যাচ ছিল শামি ময়। এক ম্যাচে সাত সাতটা উইকেট নিয়ে কিউই বধের কাজটা বেশ সহজ করে তুলেছিলেন তিনি।
কোন ওভারে কাকে দিয়ে বল করাবেন, বেশ বিচক্ষণ ভাবেই সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।