স্বপ্ন সত্যি হল মেসিদের। তৃতীয় বারের জন্য বিশ্বকাপ ঘরে তুলল আর্জেন্টিনা। স্বভাবতই জয়ের উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সমর্থক থেকে শুরু করে প্লেয়াররা। জানেন কি বিশ্ব জয়ে মেসিদের কী কী প্রাপ্তি হল? এবছরের বিশ্বকাপে পুরস্কারমূল্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা পুরস্কার বাবদ পেল ৪২ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মূদ্রায় ৩৪৭ কোটি টাকা।
তবে ফ্রান্স ও ফিরবে না খালি হাতে। বিশ্বকাপের রানার্স আপ টিমের জন্যও রয়েছে মোটা টাকার পুরস্কার মূল্য। প্রায় ৩০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৪৫ কোটির কাছাকাছি পাবেন এমবাপেরা।
Argentina's World Cup champions squad: স্বপ্নপূরণের রাত, হুড খোলা বাসে চেপে উদযাপন মেসিদের
অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক কিলিয়ান এমবাপের। নজির গড়লেন ফরাসি স্ট্রাইকার। ফাইনালের মতো ম্যাচে যখন ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল টিম, সেখান থেকে পরপর ২ গোল। অতিরিক্ত সময়ে তিন নম্বর গোলও করে সমতা ফেরান।৮টি গোল করে গোল্ডেন বুট জয় এমবাপের। কিন্তু এই নজির গড়ার রাতেই হারতে হল বিশ্বকাপ। টানা দুবার বিশ্বজয়ের সাক্ষী থাকতে পারলেন না তিনি। মেসি জিতেছেন গোল্ডেন বল।