World Cup 2023 : বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে ? প্রকাশ্যে সেমিফাইনালেরও সম্ভাব্য ভেন্যু

Updated : Mar 30, 2023 12:51
|
Editorji News Desk

অক্টোবর থেকে একদিনের বিশ্বকাপ শুরু হচ্ছে । সম্ভাব্য দিন আগেই ঘোষণা করে দিয়েছিল আইসিসি । এবার প্রকাশ্যে এল ফাইনাল ম্যাচের ভেন্যু । সূত্রের খবর, ফাইনাল অনুষ্ঠিত হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । আর সেমিফাইনাল হতে পারে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে । তবে, কোনওটাই চূড়ান্ত নয় । এদিকে, ভারতে বিশ্বকাপ খেলাবে কি না পাকিস্তান, সেই বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । সেক্ষেত্রে যদি তাঁদের ম্যাচ যদি ভারতে হয়, তাহলে সেই মহারণ আয়োজন করার দৌড়ে এগিয়ে রয়েছে দিল্লি অথবা চেন্নাই ।

জানা গিয়েছে,বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হচ্ছে আহমেদাবাদে । স্টেডিয়ামে এখন দর্শকসংখ্যা এক লাখের উপর করা হয়েছে । তাই যে কোনও বড় ম্যাচ এখানে আয়োজন করা হচ্ছে । জানা গিয়েছে, ১০ দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে । নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে । ভারতের মোট ১২টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলির আয়োজন করা হয়েছে । সেই তালিকায় রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ ইত্যাদি । অন্যদিকে, বিশ্বকাপ খেলতে ভারতে নাও আসতে পারে পাকিস্তান । ভারত যেহেতু এশিয়া কাপ খেলতে পাকিস্তানে  যাবে না, তাই তারাও এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায় না । সেক্ষেত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের ম্যাচগুলি বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে । 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) তরফে জানানো হয়েছিল, ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে পারে । প্রায় ৪৫ দিন ধরে খেলা চলবে । ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর । যদিও, এই দিনক্ষণ চূড়ান্ত নয় । আইসিসি-র তরফে সম্ভাব্য দিনক্ষণই ঘোষণা করা হয়েছে । খুব শীঘ্রই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে ।

WORLD CUP 2023

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?