আসন্ন উইমেন'স প্রিমিয়র লিগে (WPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) মহিলাদের অধিনায়ক ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। আর এই ঘোষণা করলেন স্বয়ং বিরাট কোহলি (Virat Kohli)। ১৮ নম্বর জার্সি পরেন বিরাট নিজেও। স্মৃতির জার্সিও ১৮। স্মৃতির হাতে মেয়েদের প্রিমিয়ার লিগের ব্যাটন তুলে দিলেন বিরাট নিজেই।
আরসিবি নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, স্মৃতির নাম ঘোষণা করছেন কোহলি। এই ভিডিয়োতে বিরাট জানিয়েছেন,' ১৮ নম্বর জার্সি হাতেই দলের দায়িত্ব তুলে দিচ্ছি। আমি যেভাবে গত ১০ বছর ধরে এই দলকে নেতৃত্ব দিয়েছি, স্মৃতিও সেভাবেই দলকে এগিয়ে যাবে।"
আরও পড়ুন - সিরাজের ডেলিভারিতে চোট, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন ডেভিড ওয়ার্নার
এই ভিডিয়োয় বিরাটের পাশাপাশি বর্তমান অধিনায়ক দুপ্লেসিকেও দেখা গিয়েছে স্মৃতি মান্ধানাকে দলের অধিনায়ক হিসাবে স্বাগত জানাতে।