উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) ছুটছে মুম্বই ইন্ডিয়ান্সের অশ্বমেধের ঘেড়া।
গুজরাট জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে পর পর দুটি ম্যাচে জয় পেলেন হরমনপ্রীত কৌররা। পৌঁছে গেলেন লিগ টেবিলের শীর্ষে। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪।
WPL: গুজরাটকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে মুম্বই, ছয় মেরে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট করে ১২৬। দারুণ বল করেন আফ্রিকার পেসার শবনিম ইসমাইল এবং নিউ জিল্যান্ডের অলরাউন্ডার এমেলিয়া কের৷ শবনিম চারটি এবং এমেলিয়া তিনটি উইকেট নেন।
১১ বল বাকি থাকতেই ৫ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে মুম্বই। ৪৬ রানে অপরাজিত থাকেন হরমনপ্রীত। ছক্কা মেরে ম্যাচ জেতালেন তিনি।