সন্ধ্যে সাড়ে ৭ টায় শুরু হয়ার কথা ছিল প্রথম ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আধ ঘণ্টা পিছিয়ে গেল প্রথম ম্যাচ। ৮ টা থেকে শুরু হবে। শনিবার বিসিসিআই-এর তরফে জানানো হল নতুন সময় সূচি।
প্রথম ম্যাচের আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধে ৬টা ২৫ মিনিট থেকে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। তারপর সন্ধে আটটায় প্রথম ম্যাচ।
প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত জায়ান্টস।
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি, কৃতি শ্যাননরা উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন। গান গাইবেন ‘ব্রাউন মুন্ডে’ খ্যাত ইন্ডো-কানাডিয়ান পপ-গায়ক এপি ধিঁলো। উপস্থিত থাকার কথা হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা-সহ ভারতের প্রথম সারির সব মহিলা ক্রিকেটারেরই।