রাস্তার মাঝে ফেলে দিয়ে এসেছিলেন পদ্মশ্রী । ঘটনার প্রায় দুইদিন কাটতে না কাটতেই সেই পদ্মশ্রী এবার ফেরৎ চাইছেন বজরং পুনিয়া । পদকজয়ী কুস্তিগির জানাচ্ছেন, তিনি পদ্মশ্রী আবার ফিরিয়ে নিতে রাজি । তাঁর কথায়, দেশের জন্য নিজেদের ঘাম, রক্ত দিয়েছেন । দেশের সম্মান তাঁদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ এই সিদ্ধান্ত বদলের কারণ কী ?
আসলে, জাতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিকে নিয়েই ক্ষোভ তৈরি হয়েছে বজরং, সাক্ষ্মীদের মনে । তাঁদের অভিযোগ, নতুন কমিটির উপর রাজনৈতিক প্রভাব রয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও, ততদিন পর্যন্ত মেলেনি সুরাহা । প্রতিবাদ স্বরূপ সাক্ষী মালিক অবসরগ্রহণ করেছেন। বজরং পুনিয়া পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছেন । তবে, ,সদ্য ওই নতুন কমিটি ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক । কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই পদ্মশ্রী ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বজরং ।
বজরং বলেন, 'আমরা কিছু করেছি বলেই সরকার আমাদের পুরস্কার দিয়েছে। আমরা দেশদ্রোহী নই। অবশ্যই পদক ফিরিয়ে নেব। দেশের জন্য নিজেদের ঘাম, রক্ত দিয়েছি। এই দেশের সম্মান আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।' তবে, তাঁদের একটাই দাবি, ভারতীয় কুস্তি সংস্থায় ব্রিজভূষণ ও তাঁর ঘনিষ্ঠদের ঢুকতে দেওয়া যাবে না।তাঁরা কমিটিতে কোনও রাজনীতি চান না । তা না হলে দেশের কুস্তির ক্ষতি হচ্ছে ।