কেরিয়ারের উপান্তে এসেও আইপিএল মাতিয়ে দিচ্ছেন ঋদ্ধিমান সাহা। লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে তাঁর ৪৩ বলে ৮১ রানের ইনিংস নিয়ে ধন্য ধন্য করছেন সকলে। তবে সেই ম্যাচে উল্টো ট্রাউজার পরে উইকেট রক্ষা করতে নেমেছিলেন ঋদ্ধি! কিন্তু কেন? নিজেই বিষয়টি খোলসা করলেন শিলিগুড়ির ছেলে।
লখনউয়ের ইনিংসের শুরুতে গুজরাট টাইটান্স পরিবর্ত উইকেট রক্ষক হিসাবে নামিয়েছিল শ্রীকর ভরতকে। ঋদ্ধির মাঠে নামার কথা ছিল না। ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। খাবার খাচ্ছিলেন।
ফিজিওথেরাপিস্ট তাঁকে একটি ওষুধ খেতে বলেছিলেন। আচমকাই মাঠে নামার ডাক আসে। তড়িঘড়ি উল্টো ট্রাউজার পরেই নেমে পড়েন ঋদ্ধি। দু'ওভার পরেই ফিরে আসেন সাজঘরে।
চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। তাই ক্রমশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঋদ্ধির দলের ঢোকার দাবি জোরাল হচ্ছে। সেই দাবিকে আরও শক্তিশালী করছে আইপিএলে তাঁর দুর্দান্ত ফর্ম।