WTC Final 2025 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন ঘোষণা ICC-র, কোথায় হচ্ছে ম্যাচ ?

Updated : Sep 04, 2024 10:32
|
Editorji News Desk

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনলের দিনক্ষণ ঘোষণা করল আইসিসি । ইংল্যান্ডের মাঠে বারবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন, সেই নিয়ে দিন কয়েক আগেই প্রশ্ন তুলেছিলেন রোহিত, বিরাটরা । ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্য জায়গায় করার দাবি তুলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা । কিন্ত, সেই দাবি মানল না আইসিসি । ফাইনাল হচ্ছে সেই ইংল্যান্ডেই । শুধু মাঠ বদল করা হয়েছে, দেশ নয় । উল্লেখ্য, এবার তৃতীয় বার ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের । 

আইসিসি-র তরফে জানানো হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে । ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত পাঁচ দিনর ফাইনাল টেস্ট ম্যাচ । ১৬ জুন রিজার্ভ ডে । আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, আগামী বছরের সেরা টেস্ট ম্যাচের সাক্ষ্মী থাকতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা । ফাইনালকে নিয়ে এবারও সকলের আগ্রহ তুঙ্গে রয়েছে । টিকিটের চাহিদা বাড়বে, এবারও স্টেডিয়াম ভরে যাবে বলে আশা রাখছেন তিনি ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু'বার উঠেছে ভারত । প্রথমবার ২০২১ সালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া । অন্যদিকে, ২০২৩-এ ফাইনাল হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া । আর দুইবারই ভারতকে খালি হাতে ফিরতে হয়েছে । বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত । অস্ট্রেলিয়া রয়েছে তার পরেই । সেক্ষেত্রে আবারও ২০২৩ সালের পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলা যেতে পারে । ভারতের সামনে আবারও বড় সুযোগ । রোহিতদের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি দেখার সেই মুহূর্তের অপেক্ষায় দেশবাসী । 

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এ ৯টি দল অংশগ্রহণ করছে। সেই তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ । বর্তমানে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া । তৃতীয় থেকে নবম স্থানের মধ্যে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড , দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ । 

ICC

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!