ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচে কার্যত 'অসম্ভবকে সম্ভব' করলেন তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ইনিংসের প্রথম বলেই এল এক, দুই, চার বা ছয় নয়। ১৩ রান! আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড করলেন যশস্বী। কী করে ঘটল এই ঘটনা জানেন? ইনিংসের শুরুতে বল করতে এসেছিলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। প্রথম বলেই বিশাল ওবার বাউন্ডারি মারেন যশস্বী জয়সওয়াল। পরে দেখা যায়, পপিং ক্রিজের বাইরে চলে গিয়েছিল রাজার পা। ফলে আম্পায়ার নো বলের সিদ্ধান্ত নিয়ে 'ফ্রি-হিট' ঘোষণা করেন। সেই ফ্রি হিটেও ছয় মারেন যশস্বী। যার ফলে, এক বলে ১৩ রান যোগ হয় ভারতের স্কোরবোর্ডে। যেখানে ১২ রানই যশস্বীর। টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। ইনিংসের প্রথম বলেই ব্যাটার ১৩ রান তুলে ফেলেছেন, এমনটা কোনওদিন ঘটেনি।
শনিবার ছিল চতুর্থ ম্যাচ। জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই ম্যাচ জিতেই সিরিজ ঝুলিতে ভরেছিল টিম ইন্ডিয়া। রবিবার নিয়ম রক্ষার ম্যাচেও জিম্বাবোয়েকে ৪২ রানে হারাল ভারত। ফলে ৪-১ এ সিরিজ জিতল শুভমন গিলের টিম।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে আসে ১৬৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানেই অল আউট হয়ে যায় সিকান্দার রাজার দল।
খেলার শুরু থেকেই ভারতীয় প্লেয়াররা যে ফুল ফর্মে ছিল এমনটা বলা যাবে না। কারণ ভারতের যখন মাত্র ১৩ রান তখন আউট হন যশস্বী জওসওয়াল। মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে। তারপর নামেন অভিষেক শর্মা। তাঁর দখলেও মাত্র ১৪ রান থাকে। তবে ম্যাচকে টেনে নিয়ে যান সঞ্জু স্যামসন। একটি চার ও চারটি ছয় মারেন তিনি।
ভারতের টার্গেট দেওয়া ১৬৭ রান তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খেতে হয় জিম্বাবোয়েকে। কোনও রান না করেই আউট হন জিম্বাবোয়ের ওপেনার ওয়েসলি। তারপরেও খেলোয়াড়রা যে খুব একটা ভালো স্কোর করেছেন এমনটা নয়। মারুমানি করেন ২৭ রান, বেনেটের দখলে যায় ১০ রান এবং মায়ার্স ৩৪ রানে আউট হন। ১৮ ওভার ৩ বলেই শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস। তাদের ঝুলিতে ওঠে মাত্র ১২৫ রান।