ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরানের হাতছানি । তিনজনই পৌঁছে গিয়েছিলেন প্রায় ১০০-র কাছাকাছি । কিন্তু, তিন ক্রিকেটারের ভাগ্যই এসে আটকে গেল ৮০-এর ঘরে । একজন ৮০, একজন ৮৬ ও আরেকজন ৮৭ । তৃতীয় দিনেও সেঞ্চুরি করতে পারলেন না ভারতের কোনও ব্যাটারই ।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছেম যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা । দ্বিতীয় দিনের প্রথমেই ৮০ রানে আউট হয়ে যান তিনি । ৮৬ করে আউট হন লোকেশ রাহুল । আশা ছিল, জাদেজার ব্যাটে সিরিজের প্রথম সেঞ্চুরি দেখবে হায়দরাবাদ । কিন্তু, তা আর হল না । জো রুটের বলে সেই তাঁর ব্যাটও থামল ৮০-র ঘরে । ৮৭ রান করেছেন তিনি ।
তৃতীয় দিনে ইংল্যান্ডকে ১৯০ রানের টার্গেট দিয়েছে ভারত । এদিকে, এদিন ব্যাটে ঝড় তুলছেন ইংল্যান্ডের ব্যাটাররা । প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৫৭ । অর্থাৎ ভারতের থেকে মাত্র ৩৩ রানে পিছিয়ে রয়েছেন তাঁরা ।