শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন । কিন্তু, শেষপর্যন্ত ঘরের মাটিতে সেঞ্চুরি করা হয়নি যশস্বী জয়সওয়ালের । কিন্তু, শতরান হাতছাড়া হলেও কোনও আক্ষেপ নেই তাঁর । হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে কী জানালেন যশস্বী ?
যশ্বসী জানান, শতরান করতে পারলে ভাল লাগত । কিন্তু তিনি ইতিবাচক ভাবে ইনিংস সাজাতে চেয়েছিলেন । কখনও সেটা কার্যকরী হয়। কখনও হয় না। তবে শতরান হাতছাড়া করার আক্ষেপ খুব একটা নেই তাঁর । তিনি আরও জানান, আগ্রাসী ক্রিকেট খেলার কোনও নির্দেশ তাঁকে দেওয়া হয়নি, নিজের সিদ্ধান্তেই খেলেছেন । তবে তিনি মানছেন প্রথম ওভারে আউট হওয়া উচিত হয়নি তাঁর । তবে, ভুল থেকে বারবার শিক্ষা নেওয়ারও চেষ্টা করেন বলে জানিয়েছেন ।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিধ্বংসী ইনিংস খেলেন যশস্বী । কিন্তু, শতরান হাতছাড়া হয় । ৭৫ বলে ৮০ রান করেন তিনি । ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর ব্যাটেই তৈরি হয়েছে এক নতুন শব্দ। আর তা হল জ্যাজবল। সেই যশস্বী জানালেন, কোচ রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় তাঁর থেকে যা চেয়েছিলেন, ঠিক সেই ভাবেই ব্যাট করছেন তিনি। তবে খুশি হতেন যদি হায়দরাবাদে তাঁর দ্বিতীয় টেস্ট শতরান আসত। দ্বিতীয় দিনের শেষেই কিন্তু প্রশ্ন উঠেছে ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের অধিনায়কত্ব নিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের দাবি, তাঁর দেখা ভীষণই দুর্বল ইংল্যান্ড দল। ভারতের বিরুদ্ধে ইংরেজরা যে কোনও হোমওয়ার্ক করেননি, তা দ্বিতীয় দিনেই স্পষ্ট।