অভিষেক ম্যাচেই শতরান । আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেওয়াগদের ছুঁয়ে ফেললেন যশস্বী জয়সওয়াল । রোহিতের সঙ্গে জুটি বেঁধে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেললেন যশস্বী । ২১৫ বলে শতরান করেন তিনি । ১৭তম ভারতীয় ব্যাটার যশস্বী অভিষেক টেস্টে শতরান করলেন। উল্লেখ্য, রঞ্জি ট্রফি এবং আইপিএলে ভাল খেলার পর ভারতীয় দলে যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা । সুযোগও পেলেন । আর সেই সুযোগকে ১০০ শতাংশ কাজে লাগালেন ২১ বছরের তরুণ ওপেনার । ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যশস্বীই প্রথম ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করলেন।
বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের স্কোর হয়েছে দুই উইকেটে ৩১২ । অর্থাৎ ১৬২ রানে এগিয়ে রয়েছেন রোহিতরা । রোহিত শর্মাও কেরিয়ারের দশম শতরান করেন । পরে তিনি আউট হয়ে যান । তবে, ১৪৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন যশস্বী । ২০২১ সালে অভিষেক শ্রেয়স আয়ারই ছিলেন শেষ ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করেছিলেন ।
আরও পড়ুন, IND VS West Indies : যশস্বী ও রোহিতের অর্ধশতরান, টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেল ভারত
যশ্বসী জানিয়েছেন, সফরটা অনেক লম্বা ছিল। এই সফরে যারা পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চান তিনি । ডেবিউ টেস্টে এই শতরান মা-বাবাকে উৎসর্গ করতে চান তিনি ।