রাজস্থান রয়্যালসকে শেষ বলে হারাল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে ম্যাচ হেরেও ইতিহাস গড়লেন রাজস্থানেরই ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভোর। এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন যুজবেন্দ্র চাহাল।
১৬১টি ম্য়াচে ১৮৩টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন ব্র্যাভো। ১৪২ টি ম্যাচে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন চাহাল। ২০১৩ সাল থেকে আইপিএল খেলা চাহাল এদিন চার ওভারের স্পেলে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন। পরের ম্যাচে হয়তো ব্র্যাভোকে ছাপিয়ে নয়া রেকর্ড গড়বেন চাহাল।