বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে, তা হপ্তাখানেক হয়ে গেল। তবু, ফুরোয়নি তার রেশ। সেই ফুটবল-জ্বরে আক্রান্ত ও আচ্ছন্ন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একরত্তি কন্যা জিভাও। আর্জেন্টিনা থেকে জিভার জন্য জার্সি পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাক্ষী। মেসি সেই জার্সিতে লিখেছেন, 'জিভার জন্য'।
সেই জার্সি পরে দারুণ খুশি ধোনির মেয়ে। বড়দিনে এমন উপহার পেয়ে উচ্ছ্বাসে ভাসছে খুদে। জিভার ইনস্টাগ্রামে লেখা হয়েছে, 'যেমন বাবা, তেমন মেয়ে'। ছবিতে দেখা গিয়েছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ।