পথে বাধা আসবে, আর তা পেরিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই গেমসে নিয়ে আসে রানার গেম। পথেঘাটে, কাজের ফাঁকে, একটু মনকে হালকা করতে, এই ধরনের গেমসের জুড়ি মেলা ভার। এমনই তিন রানার গেমস, ২০২৩ সালে সেরা কোনগুলি, মোবাইলে ইনস্টল করার আগে জেনে নিন।
এন্ডলেস রানার গেমসের জগতে সাবওয়ে সার্ফার বর্তমানে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে। হাই গ্রাফিক্স, কয়েন কালেকশন, ফিচারে ব্যবহারকারীদের মন জিতে নিয়েছে এই গেম। অ্যানড্রয়েড, আইওএসের পাশাপাশি উইন্ডোজেও চলে এসেছে এই গেমস। ডেনমার্কের একটি সংস্থা এই গেমসের পাবলিশার।
এন্ডলেস রানার গেমসের জগতে প্রথম জনপ্রিয় গেম টেম্পল রান। এমন এমন চ্যালেঞ্জ আসে, এই গেমে, যা খেলতে শুরু করলে, থামা যায় না। শত্রু, ফাঁদ, একাধিক বাধা বিপত্তি পেরিয়ে পরপর অ্যাচিভ করতে হয় এক একটি স্টেজ। এর গেমপ্লে মন জিতেছে বহু ব্যবহারকারীদের।
এন্ডলেস রানার গেমসের মধ্যে অন্যতম জনপ্রিয় গেমস স্ম্যাশ হিট। এই গেমসের পরিবেশ সম্পূর্ণ কাঁচের। সামনে যা বাধা আসবে, তা ভেঙে ভেঙে এগোতে হবে। এই গেমপ্লের কন্ট্রোলও খুব সোজা। আইওএস ও অ্যানড্রয়েডে দারুণ জনপ্রিয় স্ম্যাশ হিট রানার গেমস।
এছাড়াও বেশ কিছু গেমস ২০২৩-এ প্লে-স্টোরে জনপ্রিয়
জেটপ্যাক জয়রাইড
সুপার গ্লিচ ড্যাশ
আরকেড
রেস্ট ইন পিসেস
জুমানজি এপিক রান