মোবাইল ফোনে গেমিং, এখন বিলাসিতা নয়। হাই স্টোরেজ, অত্যাধুনিক ব়্যামে দারুণ চলছে মোবাইল গেমিং। স্পোর্টস গেমের শীর্ষে এক সময় ছিল ইএ স্পোর্টস। মোবাইলে তারা থাকলেও টেক্কা দিচ্ছে অন্যরাও। মোবাইলে কোন স্পোর্টস গেম ইনস্টল করবেন, জেনে নিন।
মোবাইল গেমে ইএ স্পোর্টসের জনপ্রিয়তা এখনও এক নম্বরে। এর ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২, এই গেম ইউজার ফ্রেন্ডলি। কন্ট্রোলও সোজা। লাইন-আপ, ফরমেশন সুন্দর ভাবে সেট করা যায়।গ্রাফিক্স, ফিচারও এই গেমের তুলনাহীন।
মোবাইল গেমিং দুনিয়ায় অনেক ক্রিকেট গেমই আছে। কিন্তু রিয়েল ক্রিকেটের মতো সুন্দর ক্রিকেট গেম আর একটিও নেই। ইউজারদের জন্য এই গেমস সব সুবিধা তুলে ধরেছে। নয়া আপডেটে, স্টেডিয়াম, ডিফিকাল্টি লেভেল, রান, ধারাভাষ্য, সব মিলিয়ে ক্রিকেটপাগল দেশ ভারতে, এই গেমের জনপ্রিয়তা অনেকটাই।
মোবাইল জগতে ক্রিকেট ও ফুটবলের পরেই আসে টেনিস। মোবাইলের সেরা মাল্টিপ্লেয়ারও মানা হয় এই গেমকে। থ্রিডি গ্রাফিক্স, পজিশন, ফিচার নিয়ে টেনিসের আসল অভিজ্ঞতা অর্জন করা যায় এই গেম থেকে। নিউ ইয়র্ক, সিডনি, রিও, টোকিও, প্যারিস, মস্কো, একাধিক লোকেশনে খেলা যায় ম্যাচ।