বিভিন্ন কাজের জন্য ল্যাপটপ এখন অতি প্রয়োজনীয়। বহু সংস্থা এখনও হাইব্রিড মোডে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে সেইসব সংস্থার কর্মীদের জন্য ল্যাপটপ অতি গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার করার পর তা ধীরে ধীরে স্লো হতে থাকে। যার ফলে বিভিন্ন কাজে সমস্যা তৈরি হয়।
ল্যাপটপ স্লো হলে যেমন কাজে সমস্যা হয় তেমন প্রসেসর অতিরিক্ত গরম হতে শুরু করে। যার ফলে অনেক ক্ষেত্রে ম্যাল ফাংশেনিং শুরু হয়। সেক্ষেত্রে কয়েকটি সাধারণ বিষয় মাথায় রাখলেই ল্যাপটপ স্লো হবে না। নতুনের মতোই থাকবে স্মুথ এবং হাই স্পিড। জেনে নিন কোন কোন বিষয় মাথায় রাখবেন-
সফ্টওয়ার ডিলিট- অপ্রয়োজনীয় সফ্টওয়ার ল্যাপটপে রাখার কোনও প্রয়োজন নেই। যে সফ্টওয়ারগুলি ব্যবহার একদমই হয় না সেগুলি দ্রুত আনইনস্টল করা দরকার। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর সফ্টওয়ার আপডেট করলেই ল্যাপটপের স্পিড থাকবে অনেক বেশি।
স্পাইওয়ার এবং ভাইরাস- অনেক সময় স্পাইওয়্যার বা ভাইরাস ঢুকলে ল্যাপটপ স্লো হতে শুরু করে। সেকারণে অবশ্যি কোনও অ্য়ান্টিভাইরাস ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
RAM বৃদ্ধি- প্রয়োজনের তুলনায় কম RAM থাকলে ল্যাপটপ স্লো হতে থাকে। সেক্ষেত্রে সফ্টওয়ার এবং ল্যাপটপের উপর অতিরিক্ত চাপ পড়লে RAM বদল করে নেওয়া উচিত।
Read More- হাজার চেষ্টা করেও ভালো সিগন্যাল পাচ্ছেন না ফোনে? জেনে নিন সেরা ট্রিকস
টাস্ক ম্যানেজার : ল্যাপটপ স্লো হতে থাকলে টাস্ক ম্যানেজার নজরে রাখুন। অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একাধিক সফটওয়ার চালু থাকে। যার কারণে স্লো হতে থাকে ল্যাপটপ।