স্বাধীনতা দিবস উপলক্ষে আমাজন ইন্ডিয়া নিয়ে এল গ্রেট ফ্রিডম সেল (Amazon great freedom sale 2023) ২০২৩! শুরু হল এই অগাস্ট মাসেই। এই সেলে বহু দুর্দান্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে রীতিমতো লোভনীয় অফারে। এই স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই থ্রি, আইকিউওও নিও সেভেন প্রো, ওয়ানপ্লাস ইলেভেন আর, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফাইভ এবং রেডমি নোট টুয়েলভ ফাইভজি-এর মতো ফোনগুলি।
এই অফারের আওতায় রয়েছে আইফোন ১৪-ও (i-phone 14)। আইফোন ১৪ প্রো-এর ওপর ছাড় দেওয়া হচ্ছে। যার ফলে চাহিদা বেড়ে গেছে বহুগুণ।
আইফোন ১৪-এর মূল্য ৭৯,৯৯০ টাকা। যা এই সেল-এর কারণে পাওয়া যাচ্ছে ৬৬,৯৯৯ টাকায়। প্রায় ১৩ হাজার টাকা দাম কমে গিয়েছে।
শুধু তাই নয়। আমাজনের গ্রেট ফ্রিডম সেলে আইফোন ১৪ প্রো-এর দাম কমে হয়েছে ১,১৮,৯০০ টাকা।
এই অফার চলবে সীমিত সময়ের জন্যই। তাই, আর দেরি না করে দ্রুত কিনে ফেলুন আপনার পছন্দের ফোনটি।