আর দিন কয়েক পরেই মুক্তি পাবে পঞ্চায়েতের তৃতীয় সিজন। বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজ দেখার জন্য অনেকেই অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন নেওয়ার পরিকল্পনা করছেন। আজ জেনে নিন, সাবস্ক্রিপশন না নিয়েও কী ভাবে প্রাইমে পঞ্চায়েতের নতুন সিজন দেখতে পাবেন।
সাবস্ক্রিপশন না থাকলেও টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া লিমিটেডের গ্রাহকরা বিনামূল্যে দেখতে পাবেন প্রাইম। কারণ এই তিন টেলিকম সংস্থা রিচার্জের সঙ্গেই বিনামূল্যে একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন - ধেয়ে আসছে রেমাল ঘূর্ণিঝড়, বিপদ থেকে বাঁচতে সঙ্গে রাখুন এই ৪ ডিভাইস
জিও প্ল্যান ৮৫৭ টাকায় বিনামূল্যে পাওয়া যাচ্ছে প্রাইম সাবস্ক্রিপশন। ভ্যালিডিটি ৮৪ দিন। এয়ারটেলের ৬৯৯ টাকার রিচার্জে মিলবে ওটিটি সাবস্ক্রিপশন। ভ্যালিডিটি ৫৬ দিন। আর ভোডাফোনের ৩ হাজার ১৯৯ টাকায় মিলছে প্রাইম। ভ্যালিডিটি ৩৬৫ দিন।