এবার গুগলের সঙ্গে চুক্তি করতে চলেছে অ্যাপল! একাধিক রিপোর্ট বলছে, এবার আইফোনে থাকতে পারে, গুগলের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গোয়েজ মডেল Gemini ।
সম্প্রতি জানা গিয়েছিল, আইফোন ১৮-এর জন্য কানাডিয়ান সংস্থা ডারউইন AI-এর সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। কিন্তু বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে গুগলের সঙ্গে চুক্তি করতে পারে অ্য়াপল। সম্প্রতি মাইক্রোসফট ও গুগল বাজারে AI এনেছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, গুগলের এআই Gemini-এর কথা এগোচ্ছে অ্যাপলের।
এর আগে ওপেন এআই-এর সঙ্গেও কথা হয়েছিল অ্য়াপলের। রিপোর্ট বলছে, আইফোন-১৮-এ এআই-কে নতুন মাত্রায় আনতেই এই পরিকল্পনা করছে অ্যাপল।