বিশ্বের স্মার্টফোনের বাজারে চমকপ্রদ পরিবর্তন! এই বাজারের উল্লেখযোগ্য প্রতিযোগী অ্যাপল এবার টপকে গেল শীর্ষে থাকা স্যামসাং'কে। গত এক দশকে এই প্রথমবার। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন থেকে পাওয়া প্রাপ্য তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে মন্দার ফলই ভুগতে হল এতদিন এক নম্বরে থাকা স্যামসাং'কে। তার জায়গা এবার কেড়ে নিল অ্যাপল।
বিশ্বের স্মার্টফোনের বাজারের ২০ শতাংশেরও বেশি এখন অ্যাপলের দখলে। যার ফলেই শীর্ষস্থান দখল করা সম্ভব হয়েছে এই সংস্থার পক্ষে, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের।
কোভিড অতিমারির ফলে বিশ্বব্যাপী স্মার্টফোনের মন্দার বাজারে যখন অন্যান্য সংস্থা রীতিমতো চ্যালেঞ্জের মুখে, সেই সময় অ্যাপলের এই উত্থান অত্যন্ত প্রশংসার বলেও মনে করছেন ওয়াকিবহালমহলের একাংশ।
অন্যদিকে, স্মার্টফোনের বাজারের এক সময়ের অবিসংবাদিত এক নম্বর দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তীব্র প্রতিযোগিতার ফলে পিছিয়ে পড়েছে খানিকটা। স্মার্টফোন, টেলিভিশন, মেমোরি চিপ প্রস্তুতকারক এই সংস্থা আবার কবে স্বমহিমায় ফিরে আসে, তা দেখার অপেক্ষা এখন।