সব কাজ শেষ। ১১ দিনে চাঁদে নতুন ‘মাইলফলক’ ছুঁয়ে ফেলে ইসরোর রোভার প্রজ্ঞান (rover praggyan) এখন স্লিপ মোডে। গুটিগুটি পায়ে ১০০ মিটার দূরত্ব হেঁটেও ফেলেছিল চাঁদের বুকে।
চাঁদে এবার ১৪ দিনের রাত নামছে, ঘুমিয়ে পড়বে প্রজ্ঞান, কারণ এরা চলে সৌরশক্তিতে। চাঁদে সূর্যাস্ত হলে (চাঁদে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হতে সময় লাগে পৃথিবীর হিসাবে ১৪ দিন) ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে বিক্রম এবং প্রজ্ঞান,। এরকমটাই ঠিক ছিল আগে থেকে।
Aditya L 1: আদিত্য এল ১ -এর উৎক্ষেপণ সফল, সূর্যের উদ্দেশে পাড়ি দিল ইসরোর এই রকেট
তবে প্রজ্ঞান এবং বিক্রমের ব্যাটারি পুরো চার্জ করা রয়েছে, ১৪ দিন পর চাঁদে আবার সূর্যোদয় হলে আবারও ঘুম ভাঙতে পারে প্রজ্ঞানের, আশাবাদী ইসিরোর বিজ্ঞানীরা।