5G Smartphone under 15K : পুজোয় চাই নতুন স্মার্টফোন? পুজো অফারে রয়েছে ৩টি দুর্দান্ত 5G মোবাইল

Updated : Oct 09, 2023 06:22
|
Editorji News Desk

হাতে আর কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শপিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জামা কাপড়ের পাশাপাশি চাই ট্রেন্ডিং গ্যাজেটস। সেটা ইয়ারবাড হোক বা স্মার্টওয়াচ অথবা ট্রেন্ডিং স্মার্টফোন। কিছু একটা কিনতেই হবে। সেকারণে অতি জনপ্রিয় তিনটি ব্রান্ড পুজো অফারে নিয়ে এসেছে তিনটি দুর্দান্ত 5G স্মার্টফোন। 

যে সংস্থাগুলি ওই তিনটি স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো, শাওমি এবং স্যামস্যাং। তিনটি ফোনেই রয়েছে 5G প্রযুক্তি এবং মাল্টিলেন্স রিয়ার ক্যামেরা। এর ফলে ঝকঝকে ছবি তুলে অতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে। যে তিনটি মডেলে পুজো অফার চালু রয়েছে সেগুলি হল Vivo T2X, Xiaomi Redmi 12 5G এবং Samsung Galaxy F23 5G। 

জেনে নিন ফোনগুলির স্পেশিফিকেশন-

Vivo t2X
এই মডেলটিতে দেওয়া হয়েছে 6.58 ইঞ্চি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 60Hz। 4GB RAM এবং 128GB ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। থাকছে 50MP+2MP রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা।  দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা।

Xiaomi Redmi 12 5G
4GB RAM এবং 128 GB স্টোরেজের এই স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.79 ইঞ্চির একটি LCD ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 90Hz। 50+2MP ডুয়েল ক্যামেরা সেট আপ এবং 8MP-র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। 

Read More-  মোবাইলের স্টোরেজ ফুল? ৩টি সহজ উপায়ে সমস্যার সমাধান

Samsung Galaxy F23 5G
কম দামের মধ্য়ে বেশ কিছু ট্রেন্ডিং ফিচার এই ফোনে অ্য়াড করা হয়েছে। মোট ট্রিপল রিয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে 5000mAh ব্যাটারি। ফোনটির দাম 12,999 টাকা।

Mobile

Recommended For You

editorji | প্রযুক্তি

Android tips: স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

editorji | প্রযুক্তি

Smartphone Buying tips: দামী স্মার্টফোন কেনার প্ল্যান করছেন! সত্যিই কোনও লাভ হবে আপনার? জেনে নিন

editorji | প্রযুক্তি

IQOO 13 specification: ঝকঝকে ছবি, আলট্রা কুলিং টেকনোলজি! ভারতে লঞ্চ হল IQOO 13

editorji | প্রযুক্তি

UBER One: বিনা পয়সায় Uber রাইড, কীভাবে পাবেন এই সুবিধা? জানুন

editorji | প্রযুক্তি

Apaar Card : আধারের মতোই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র 'আপার কার্ড', কী হবে এই নথি দিয়ে?