মানসিক সমস্যায় জর্জরিত অনেকেই। তার ফলে যেমন মানসিক চাপ বাড়ে তেমনই ঘুমে ব্যাঘাত ঘটে। তবে অত্যাধুনিক প্রযুক্তির যুগে এবার ঘুম পাড়িয়ে দেবে বিশেষ অ্য়াপ। গুগল প্লে স্টোরে রয়েছে একাধিক স্লিপিং অ্য়াপ। যার মাধ্যমে সহজেই ঘুম আসবে আপনার চোখে। এই ধরনের একাধিক অ্য়াপ থাকলেও জেনে নিন বেস্ট তিনটি অ্য়াপ যেগুলি আপনার ফোনে রাখতেই পারেন।
ShutEye- হেলথ এবং ফিটনেস ক্যাটাগরির মধ্যে শাটআই টপ 5 এর মধ্যে রয়েছে। এই অ্য়াপ থেকে বিশেষ ওয়েবলেন্থের একটি মিউজিক চলতে শুরু করে। যার মাধ্যমে সহজেই ঘুমোনো সম্ভব।
Better Sleep- ঘুমোনোর জন্য এই অ্য়পটিও অতি জনপ্রিয়। যেখানে বিশেষ মিউজিক যেমন ঘুমোতে সহায়তা করে, তেমনই ব্যবহারকারী ঠিক কতক্ষণ ঘুমিয়েছেন সেবিষয়েও তথ্য রাখে এই অ্য়াপটি।
Noisil: স্লিপিং অ্য়াপ ব্যবহারকারীদের মধ্যে এই অ্য়াপটির জনপ্রিয়তা বেশ নজরকারা। শুধুমাত্র iOS এর জন্য অ্য়াপটি তৈরি করা হয়েছে। এবং টাকা খরচ করলে তবেই এই অ্য়াপের সুবিধা পাবেন।