ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু অনেকেরই আবার ফেসবুক ব্যবহারে অনীহা চলে আসছে। তাঁদের মতে পছন্দমতো কন্টেন্ট পেতে সমস্যা হচ্ছে। সেকারণেই নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিড় জমাচ্ছেন তাঁরা। আপনারাও জেনে নিন ফেসবুক ছাড়াও এমন তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা আপনারা অবসর সময়ে ব্যবহার করতে পারেন।
ইনস্টাগ্রাম- ফেসবুকের পরিবর্তে এই সোশ্যাল মিডিয়া অ্য়াপটি ব্যবহার করতে পারেন। মূলত ইমেজ ও ভিডিও শেয়ারিং অ্য়াপ। কোনও টেক্সট শেয়ার করতে পারবেন না। চ্যাটিংয়ের সুবিধা রয়েছে।
স্ন্যাপচ্যাট-ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এই অ্য়াপটি। দীর্ঘদিন ধরে বিদেশে ব্যবসা করলেও কয়েক বছর ভারতেও পরিষেবা দিচ্ছে তারা। এটিও ইমেজ শেয়ারিং অ্য়াপ। চ্যাটিংয়ের সুবিধা রয়েছে অ্য়াপে।
ক্লাব হাউস- এটি মূলত ভয়েস চ্যাটিং সোশ্যাল মিডিয়া অ্য়াপ। বিভিন্ন গ্রুপে কথা বলার মাধ্যমে চ্যাটিংয়ের সুবিধা রয়েছে। যে কোনও ব্যবহারকারী কমিউনিটি গ্রুপও তৈরি করতে পারেন।