রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। বরানগর কেন্দ্র থেকে লড়বেন সজল ঘোষ এবং ভগবানগোলা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন ভাস্কর সরকার।
উপনির্বাচনের কারণ
ভগবানগোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন ইদ্রিস আলি। কিন্তু চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় তাঁর। অন্যদকে বরানগর কেন্দ্রের প্রার্থী ছিলেন তাপস রায়। কিন্তু লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগেই তণমূলের বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে লড়বেন তিনি।
লোকসভা নির্বাচনের সঙ্গে বিধাসভা উপনির্বাচন করা হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তার নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। ৭ মে তৃতীয় দফার নির্বাচনের দিন ভোট হবে ভগবানগোলায়। এবং ১ জুন বরানগর কেন্দ্রের উপ নির্বাচন হবে।