চৈত্রের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। দুপুর হলেই ঘর ছেড়ে ছুট দিতে ইচ্ছে করছে কোনও নদীর ধারে। আরেকটু হাওয়া, আরেকটু ঠান্ডা পেতে কী না কী করতে হচ্ছে। এবার ক্রেতাদের এই গ্রীষ্মে প্রাণে আরাম জোগাতে একেবারে নতুন মান স্থাপন করে ফেলেছে ব্লিঙ্কইট (Blink It) । অর্ডার করার মাত্র ১২ মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে সিলিং ফ্যান।
অ্যাটমবার্গের সঙ্গে কোলাবরেশনে এই নতুন সুবিধা পাওয়া যাচ্ছে ব্লিঙ্কইটই। আর গরমে হাঁসফাঁস নয়, ঝটপট ব্লিঙ্কইটেই অর্ডার করা যাবে সিলিং ফ্যান। নেটিজেনদের একাংশ মশকরা করে বলছে, ব্লিঙ্কইট খুব শীঘ্রই এসি ১০ মিনিটে ডেলিভারি দিতে পারবে। কেউ বা বলছে Rolls Royce/BMW-ও ১/১২ মিনিটে বাড়ির সামনে পৌঁছে দিতে পারবে ব্লিঙ্কইট।
Bengaluru Blast: বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে জড়িত ২ সন্দেহভাজনকে গ্রেফতার করল NIA, লুকিয়ে ছিল কাঁথিতে
পোস্টটি ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধিন্ডসা রিট্যুইট করে জানিয়েছেন, “অরিন্দম এবং টিম কতটা ভালোভাবে অ্যাটমবার্গকে গড়ে তুলছে তা দেখে মুগ্ধ। তাদের যাত্রার অংশ হতে পেরে খুশি।”