এই পরিবর্তনগুলি আপনি না জানলে বড় সমস্যায় পড়তে পারেন। কারণ নতুন যে পরিবর্তনগুলি এসেছে, সেখানে PF ব্যবহারকারীরা আরও সুবিধা পাবেন। কারণ EPFO-তে একাধিক বদল এসেছে। যা পেনশন ভোগীদের অনেক সুবিধা দেবে।
দীর্ঘদিন ধরেই এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অছি পরিষদের সুপারিশ ছিল, যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তোলা যাবে। অবশেষে তা কার্যকর হতে চলেছে। এর ফলে যাঁদের বাড়ি কর্মস্থল থেকে দূরে তাঁদের বেশ কিছু সুবিধা হবে। কারণ, পেনশন পেমেন্ট অর্ডার বা PPO আঞ্চলিক দফতর থেকে নিয়ে যেতে হয় গ্রাহকদের। কিন্তু কেন্দ্রীয়ভাবে সেই ব্যবস্থা চালু হওয়ার ফলে জটিলতা কমবে।
এখানেই শেষ নয়, UPI-এর ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। ইতিমধ্যে ফিচার ফোনে UPI লেনদেন শুরু হয়েছে। ফলে যাঁদের স্মার্টফোন নেই তাঁরাও ডিজিট্যাল লেনদেনের সুবিধা পেতেন। তবে সেক্ষেত্রে লেনদেনের ঊর্ধ্বসীমা ছিল ৫০০০ টাকা। কিন্তু, নতুন নিয়মে এবার থেকে ফিচার ফোন থেকে ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন।
অন্যদিকে NPCI-এর সিদ্ধান্ত কোনও UPI সংস্থার পুরো বাজারের অংশীদারিত্ব ৩০ শতাংশের বেশি হবে না। এবং এই নিয়ম রূপায়ণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো পরিকল্পনাটি বাস্তবায়িত করতে হবে। এর ফলে UPI সংস্থাগুলি বেশ কিছুটা স্বস্তিতে।