ভারত আজ চন্দ্রমুখী। ইতিহাসের অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বিক্রমের অবতরণের আগেই চন্দ্রযান-৩-কে নিয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না মুভি মুঘল অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়রপতি সিজিন ফিফটিনে চন্দ্রযানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অমিতাভ।
তিনি জানিয়েছেন, বুধবার যখন চাঁদ উঠবে, তখন ওই চাঁদের মাটিতে ভারতের পায়ের ছাপ থাকবে। ভারতের মুন মিশনে চন্দ্রযান অভিযান এক টার্নিং পয়েন্ট হতে চলেছে বলেই দাবি করেছেন অমিতাভ। বুধবার বিক্রমের অবতরণের আগেই ইসরোকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অভিনেতা অনুপম খেরও সমান উত্তেজিত। নিজের সমাজমাধ্যমের হ্যান্ডলে তিনি লিখেছেন সে কথা। জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ঠিক ৬টা বেজে ৪মিনিটে গলা ফাটিয়ে চিৎকার করে চন্দ্রযানের ‘সফ্ট ল্যান্ডিং’ উপভোগ করবেন তিনি।