সম্প্রতি প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে প্রতিটি বেসরকারি মোবাইল সার্ভিস প্রোভাইডার। যার ফলে মধ্যবিত্তদের পকেটে টান পড়েছে। যার কারণে অনেকেই কম দামের রিচার্জ প্ল্যান ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছেন। ওই প্ল্যানগুলিতে কলিংয়ের সুবিধা থাকলেও বৈধতা এবং ডেটার পরিমাণ রয়েছে কম। ফলে ব্রাউজিং এবং ভিডিয়ো দেখার পরিমাণ কমিয়ে দিচ্ছেন অনেকে।
যদিও সম্পূর্ণ ভিন্ন রাস্তায় হেঁটেছে সরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা BSNL। তাদের তরফে রিচার্জ প্ল্যানে কোনও দাম বৃদ্ধি করা হয়নি। এমনকি ২০০ টাকার নীচে BSNL-এর একটি রিচার্জ প্ল্যান রয়েছে। যেখানে দৈনিক 1 GB করে ডেটা পাবেন ব্যবহারকারীরা।
জেনে নিন ওই প্ল্যানের বিস্তারিত তথ্য-
BSNL-এর ওই রিচার্জ প্ল্যানটির দাম রাখা হয়েছে ১০৮ টাকা। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এর মাধ্যমে দৈনিক ১ GB করে ফ্রি ডেটা পাবেন। যদিও এই প্ল্যানটি FRC। অর্থাৎ প্রথম রিচার্জ। প্রথমবার পোর্ট করলে অথবা নতুন সিম কিনলে তবেই এই সুবিধা মিলবে।
তার আগে জেনে নিন কীভাবে পোর্ট করবেন?
যে কোনও নম্বর থেকে BSNL-এ পোর্ট করার জন্য প্রয়োজন ইউনিক পোর্টিং কোড। নিজের ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে PORT লিখে একটা স্পেস দিয়ে নিজের ফোন নম্বর লিখুন। তারপর সেই মেসেজ ১৯০০ নম্বরে পাঠালেই মিলবে UPC। এরপর স্থানীয় BSNL অফিস, স্টোর বা স্থানীয় কোনও মেবাইল স্টোরে গিয়ে UPC নম্বর দেখাতে হবে। এবং তার ভিত্তিতে মিলবে নতুন BSNL সিম।