সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে এয়ারটেল, ভোডাফোন এবং জিও। যদিও এই পথে এখনও পর্যন্ত হাঁটেনি সরকারি মোবাইল সার্ভিস প্রদানকারী সংস্থা BSNL। বেসরকারি সংস্থার নতুন রিচার্জ প্ল্যানগুলির জন্য অনেকটাই খরচ বাড়বে। আর সেকারণে অনেকেই BSNL-এ MNP করার ভাবনা চিন্তা করছেন।
জেনে নিন ২০০ টাকার নীচে BSNL-এর রিচার্জ প্ল্যান কোনগুলি। এবং সেগুলি থেকে কী কী সুবিধা পাওয়া যাবে?
১১৮ টাকার প্ল্যান-এই প্ল্যানের বৈধতা ২০ দিন। গ্রাহকরা এই প্ল্যানের মাধ্যমে মোট ১০ GB ডেটা পাবেন। এর সঙ্গে আনলিমিটেড কলিং এবং গেমিং অ্যাপের সুবিধা পাবেন।
১৫৩ টাকার প্ল্যান- এই প্ল্যানে মোট ২৬ GB ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়াও আনলিমিডেট কলিং এবং ১০০ টি করে দৈনিক SMS এর সুবিধা দেওয়া হবে। ২৬ দিনের বৈধতা থাকবে এই প্ল্যানে।
১৯৯টাকার রিচার্জ প্ল্যান- ৩০ দিনের বৈধতা দেওয়া হয়েছে এই রিচার্জ প্ল্যানে। গ্রাহকরা দৈনিক ২GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি করে SMS এবং একাধিক অ্য়াপ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন।